নিজস্ব প্রতিবেদক :
সিলেটের কৈলাশটিলার ৭ নম্বর কূপ থেকে ১৯ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা শুরু হয়েছে।
আজ শনিবার (৭ মে) রাত ৮ টা ৪৫ মিনিট হতে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড এর কৈলাশটিলার এই কূপ থেকে গ্যাস জাতীয় গ্রীডে সরবরাহ শুরু করা হয়।
সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি জানায়, কূপটির পরীক্ষামূলক উৎপাদনকালে ২৭০০ পিএসআই (প্রতি বর্গ ইঞ্চি) পাওয়া যায়। ২৪ এপ্রিল থেকে ওই কূপ থেকে পরীক্ষামূলক গ্যাস উৎপাদন শুরু করা হয়।
প্রসঙ্গত, ২০১৭ সালে কৈলাশটিলা ৭ নম্বর কূপটি পরিত্যাগ ঘোষণা করা হয়। এর আগে এই কূপের ৩০১৫ মিটার গভীর থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছিল।
কৈলাশটিলা গ্যাসক্ষেত্রটিতে মোট ৭টি কূপ আছে। এরমধ্যে বর্তমানে মাত্র ২টি কূপ দিয়ে ২৯ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়। এখন আরও ১৯ মিলিয়ন যোগ হলো।
Be the first to comment