নিজস্ব প্রতিবেদক:
রাশিয়া থেকে অপরিশোধিত তেল আপাতত কেনা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। মঙ্গলবার (৩১ মে) পিডিবির সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, সম্প্রতি রাশিয়া বাংলাদেশের কাছে অপরিশোধিত তেল বিক্রির আগ্রহ দেখিয়েছে। কিন্তু বাংলাদেশ দেশের একমাত্র তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে লাইট ক্রুড অয়েল বা হালকা অপরিশোধিত তেল পরিশোধন করে। কিন্তু রাশিয়া যে ক্রুড অয়েল রফতানি করতে চাইছে, তা অনেকটা ভারি। ফলে এই তেল দেশে পরিশোধন করা সম্ভব না।
নসরুল হামিদ বলেন, ‘রাশিয়া থেকে তেল আমদানি ছাড়াও আমরা অনেক দেশ থেকে অনেক অফার পাচ্ছি। রাশিয়ার ক্রুড আমাদের ক্রুডের সঙ্গে ম্যাচ করে না। আমরা অ্যারাবিয়ার মারমার ব্যবহার করি, যা অনেকটা হালকা। আমাদের ক্রড অয়েলের কোনও সংকটও নেই। ফলে মুহূর্তে অন্য দেশের মতো মজুতের চিন্তা করছি না। তবে বিশ্ব বাজারে তেলের দাম ওঠানামা করছে। সেটা আমরা নিয়মিত মনিটরিং করছি।’
এর আগে পররাষ্ট্রমন্ত্রীও রাশিয়া থেকে তেল এবং খাদ্য-শস্য আমদানির বিষয়ে সরকারের আগ্রহের কথা জানিয়েছিলেন।
Be the first to comment