নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুৎ কেন্দ্রগুলোকে এখন থেকে ডিমান্ড চার্জ পরিশোধ করতে হবে। গ্যাস বিতরণ কোম্পানিগুলো দীর্ঘ দিন থেকে বিদ্যুৎ কেন্দ্রের গ্যাসের উপর ডিমান্ড চার্জ আরোপ করার দাবি জানিয়ে আসছিল। এবার গ্যাসের দাম বৃদ্ধির আদেশে বলা হয়, প্রতি ঘনমিটারে ০ দশমিক ১০ টাকা ডিমান্ড চার্জ পরিশোধ করতে হবে তাদের।
আজ রবিবার (৫ জুন) গ্যাসের দাম বৃদ্ধির ঘোষনায় এনার্জি রেগুলেটরি কমিশনের (ইআরসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু ফারুক বলেন, এখন থেকে গৃহস্থালি ছাড়া অন্য সব শ্রেণীর গ্যাস গ্রাহককে প্রতি ঘনমিটারে ০ দশমিক ১০ টাকা ডিমান্ড চার্জ পরিশোধ করতে হবে। এর আগে অন্যান্য গ্রাহক শ্রেণী ডিমান্ড চার্জ পরিশোধ করলেও সরকারি বেসরকারি ছোট বড় বিদ্যুৎ কেন্দ্র ডিমান্ড চার্জ পরিশোধ করতো না।
এজন্য জ্বালানি বিভাগ বিতরণ কোম্পানির হয়ে বিদ্যুৎ বিভাগের সঙ্গে দেন দরবারও করেছে। তবে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো এই দাবিকে খুব একটা পাত্তা দেয়নি। তবে এখন কমিশন আদেশ জারি করাতে বিদ্যুৎ কেন্দ্রগুলোর এটি মেনে চলার কোন বিকল্প থাকবে না।
Be the first to comment