নিউজ ডেস্ক:
আগামী শুক্রবার এবং শনিবার দুই দিন ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) এর আওতাধীন এলাকায় প্রি-পেইড বা এএমআই স্মার্ট মিটার সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে। বিদ্যুতের প্রি-পেইড সিস্টেমের উন্নয়নের জন্য এই সিস্টেম বন্ধ রাখা হবে। গ্রাহককে নিজ নিজ মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রাখার জন্য অনুরোধ জানিয়েছে ডিপিডিসি।
ডিপিডিসি জানায়, ডিপিডিসি’র প্রি-পেইড বা এএমআই স্মার্ট মিটার ব্যবহারকারী গ্রাহকদের জানানো যাচ্ছে যে, উন্নত গ্রাহক সেবার লক্ষ্যে প্রি-পেইড সিস্টেম আপগ্রেডেশনের জন্য আগামী ১০ জুন শুক্রবার সকাল ৮টা হতে ১১ জুন শনিবার রাত ১২টা পর্যন্ত প্রি-পেইড বা এএমআই স্মার্ট মিটার সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে।
সকল গ্রাহককে নিজ নিজ মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রাখার জন্য অনুরোধ জানিয়ে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
এছাড়া যেকোনও প্রয়োজনে ডিপিডিসির কল সেন্টার ‘১৬১১৬’ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
Be the first to comment