মফস্বল ডেস্ক:
চট্টগ্রামের বাকলিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবস্টেশনে আগুন লেগেছে। মঙ্গলবার (২৮ জুন) বিকাল সাড়ে ৫টায় দিকে বাকলিয়া থানার সৈয়দশাহ এলাকায় অবস্থিত সাব-স্টেশনে এ ঘটনা ঘটে। এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
গরীর চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের চন্দনপুরা ও লামার বাজার স্টেশনের দুটি করে চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে আমরা যাওয়ার আগেই আগুন নিভে গেছে। আগুনে সাব-স্টেশনের কিছু বৈদ্যুতিক তার পুড়ে গেছে। কী কারণে আগুন লেগেছে তা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা খতিয়ে দেখছেন।’
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, ‘আগুন লাগার খবরে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।’
Be the first to comment