মফস্বল ডেস্ক:
চট্টগ্রামে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বাকলিয়া সাবস্টেশনে আগুন লাগার ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) রাতে এ কমিটি গঠন করা হয়েছে।
আজ বুধবার (২৯ জুন) পিডিবির চট্টগ্রাম দক্ষিণাঞ্চল বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘বাকলিয়ায় বিদ্যুতের সাব-স্টেশনে আগুন লাগার ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে দক্ষিণাঞ্চলের সিস্টেম প্রোডাকশন কর্মকর্তা মো. ওহিদুজ্জামানকে। গঠিত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’
এর আগে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে বাকলিয়া থানার সৈয়দশাহ সড়কে অবস্থিত বিদ্যুতের সাব-স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে বিদ্যুৎ বিভাগের লোকজন চেষ্টা চালিয়ে দ্রুত আগুন নেভাতে সক্ষম হন।
Be the first to comment