টেক ডেস্ক:
প্রথম দেখায় ক্যামেরা মনে হলেও এটি আসলে পাওয়ার ব্যাংক। ‘সুপারমিনি গো’ নামের এই পাওয়ার ব্যাংকটিতে ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতার ব্যাটারি থাকায় একাধিক যন্ত্র চার্জ করা সম্ভব। ওয়্যারলেস চার্জিং সুবিধা থাকায় তারের সংযোগ ছাড়াই স্মার্টফোন চার্জ করতে পারে পাওয়ার ব্যাংকটি।
২০ ওয়াটের পিডি ইউএসবি-সি পোর্ট এবং ইউএসবি-এ পোর্ট সুবিধার পাওয়ার ব্যাংকটি কাজে লাগিয়ে মাত্র ৩০ মিনিটের মধ্যে আইফোনের ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করা যায়। একসঙ্গে তিনটি যন্ত্র চার্জ করতে সক্ষম পাওয়ার ব্যাংকটিতে এলসিডি ডিসপ্লে সুবিধা রয়েছে। পাওয়ার ব্যাংকটি তৈরি করেছে জেনডুরি। কিনতে গুনতে হবে ৭০ ডলার।
সূত্র: জেডডিনেট
Be the first to comment