নিজস্ব প্রতিবেদক :
এলপিজির প্রতি কেজিতে এক টাকা বেড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ২৪২ থেকে এক হাজার ২৫৪ টাকা করা হয়েছে। অর্থাৎ, প্রতি সিলিন্ডারে দাম বেড়েছে ১২ টাকা।
আজ রোববার সন্ধ্যা ৬টা থেকেই নতুন এই দাম কার্যকর হবে।
এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আবদুল জলিল।
তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য পরিবর্তন হয়নি, তাই সেটি আগের মতো ৫৯১ টাকাই রয়েছে।
গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৫৭ টাকা ৯১ পয়সা থেকে বাড়িয়ে ৫৮ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।
জুলাই মাসের জন্য সৌদি আরামকোর সিপি মূল্যে প্রোপেন ও বিউটেনের মিশ্রনের প্রতি টনের গড় মূল্য ধরা হয়েছে ৭২৫ মার্কিন ডলার, জুন মাসে এই দাম ৭৫০ ডলার ছিল।
সৌদিতে দাম কমার পরও বাংলাদেশে এলপিজির দাম বৃদ্ধির ব্যাখ্যা দিয়ে বিইআরসির চেয়ারম্যান মো. আব্দুল জলিল বলেন, “স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে এটা কীভাবে সম্ভব। গত মাসব্যাপী বাংলাদেশি টাকার অবমূল্যায়ন হয়েছে। সেই মূল্য বিবেচনায় মূসক বৃদ্ধি পেয়েছে। সেই বিবেচনায় মাত্র এক টাকা করে কেজিতে বৃদ্ধি পেয়েছে।”
ডলারের বিনিময় হার ৯৩ টাকা ৫০ পয়সা ধরে জুলাই মাসের এলপিজির এই দাম নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।
Be the first to comment