নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নেয়া উদ্যোগের ভুল ব্যাখ্যা করাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। কিছু নিউজ পোর্টাল সমজিদে এসি বা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ রাখার বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে এমন খবর প্রকাশ করোতে এই সমালোচনা। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিসে বৈঠকের পর বিষয়টি আলোচনায় আসে।
বিকেলে সংবাদ সম্মেলনে বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বিষয়টি স্পষ্ট করেছেন। তিনি বলেন, মসজিদে এসি বন্ধ করতে বলা হয়নি। নামাজের পর যেন এসিটি সময় মতো বন্ধ করা হয় এ বিষয়ে আহ্বান জানানো হয়েছে।
প্রতিমন্ত্রী বিদ্যুৎ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত প্রশ্নের জবাবে বলেন, ‘শুধু মসজিদ নয় উপাসনালয়ে (মসজিদ মন্দির গির্জা) সবখানে অনেক এসি লাগানো হয়েছে। প্রার্থনার সময়/ নামাজের সময় তারা যেন মিতব্যায়ি হয়ে এসিটি চালান। নামাজ শেষ হলে তারা যেন এসিটি সময় মতো বন্ধ করেন, আমার সাজেশন এইটাই থাকবে। আমাদের এইভাবে আলোচনা হয়েছে।‘
Be the first to comment