এলপিজির দাম কেজিতে কমলো ৩ টাকা

এলপিজি

নিজস্ব প্রতিবেদক :

আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারে রান্না ও গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলপিজির দাম কেজিতে প্রায় ৩ টাকা কমানো হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) মঙ্গলবার জানিয়েছে, অগাস্ট মাসে ভোক্তা পর্যায়ে প্রতি কেজি এলপিজির দাম পড়বে ভ্যাটসহ ১০১ টাকা ৬২ পয়সা।

জুলাই মাসে প্রতি কেজি এলপিজির জন্য ১০৪ টাকা ৫২ পয়সা খরচ করতে হয়েছিল।

বিইআরসির চেয়ারম্যান মো. আব্দুল জলিল পরিবর্তিত মূল্য ঘোষণা করেন।

নতুন মূল্য হার অনুযায়ী, সাড়ে ৫ কেজি ওজনের একটি সিলিন্ডারের দাম ৫৫৯ টাকা, ১২ কেজি ওজনের সিলিন্ডারের দাম ১২১৯ টাকা, সাড়ে ১২ কেজি ওজনের সিলিন্ডারের দাম ১২৭১ টাকা, ১৫ কেজি সিলিন্ডারের দাম ১৫২৪ টাকা, ১৬ কেজির সিলিন্ডারের দাম ১৬২৬ টাকা হবে।

এছাড়া ১৮ কেজি সিলিন্ডারের দাম ১৮২৯ টাকা, ২০ কেজি সিলিন্ডারের দাম ২০৩৩ টাকা, ২২ কেজি সিলিন্ডারের দাম ২২৩৬ টাকা, ২৫ কেজির সিলিন্ডারের দাম ২৫৩৯ টাকা, ৩০ কেজির সিলিন্ডারের দাম ৩০৪৯ টাকা, ৩৩ কেজির সিলিন্ডারের দাম ৩৩৫৪ টাকা, ৩৫ কেজির সিলিন্ডারের দাম ৩৫৫৫ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৪৫৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার থেকেই নতুন এই মূল্যহার কার্যকর হবে বলে বিইআরসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.