নিজস্ব প্রতিবেদক:
গ্রিডের কারিগরি ত্রুটির কারণ অনুসন্ধানে দুটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। পিজিসিবি এবং বিদ্যুৎ বিভাড় পৃথকভাবে তদন্ত কমিটি গঠন করবে। বিদ্যুৎ বিভাগ, সঞ্চালন, উৎপাদন এবং বিতরন কোম্পানির প্রতিনিধিরাও তদন্ত কমিটিতে থাকবেন।
বিকেলে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানান, বিদ্যুৎ বিভাগের একটি এবং তৃতীয়পক্ষের একটি কমিটি বিভ্রাটের কারণ খুজে বের করতে কাজ করবে।
এর আগে আজ মঙ্গলবার বেলা ২টা ৪ মিনিটে গ্রিডে বিপর্যয় ঘটলে পূর্বাঞ্চলীয় গ্রিডের সঙ্গে যুক্ত বিদ্যুৎ কেন্দ্রগুলোর অধিকাংশ বন্ধ হয়ে যায় ৷ এতে দেশের অর্ধেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে ৷ গ্রিডে বিপর্যয়ের কারণ জানা যায়নি ৷
Be the first to comment