নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বিমানবন্দর, উত্তরা, কল্যানপুর, মানিকনগর এবং নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ সরবরাহ দিয়ে ঢাকার দুরবস্থা ঘুচতে শুরু করেছে। ঢাকার দুই বিতরণ এলাকার ব্যবস্থাপনা পরিচালকরা এসব তথ্য জানিয়েছেন।
দুপুর ২টা ৫ মিনিটে একযোগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর টাকা চার ঘন্টার প্রচেষ্টায় এসব এলাকাতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করে ডেসকো এবং ডিপিডিসি। ঢাকার বাইরেও বিতরণ কোম্পানিগুলো পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।
কিন্তু গ্রাহকরা বলছেন, বিদ্যুৎ এলেও টানা থাকছে না অনেকটা আসা যওয়ার মধ্যেই আছে। বিতরণ কোম্পানি বলছে এখন কোথাও বিদ্যুৎ নেই। সঙ্গত কারণে একটি একটি করে এলাকা স্বাভাবিক করা হচ্ছে। এটি কারিগরি কারণেই হচ্ছে। এক সঙ্গে চাহিদার পুরোটা উৎপাদন করা সম্ভব হলে পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে এজন্য রাতটুকু গ্রাহককে সময় দিতে হবে।
বিদ্যুৎ বিভাগের উপ প্রধান তথ্য কর্মকর্তা মীর আসলাম উদ্দিন জানান, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, মানিকগঞ্জ, গাজীপুর (আংশিক), ঢাকা (আংশিক), চট্টগ্রাম (প্রায় পুরো অঞ্চলে), সিলেট (আংশিক), নারায়ণগঞ্জ (আংশিক) বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।
তিনি বলেন, ঢাকায় লোড বেশি লাগবে। তাই ঢাকায় ধীরে হবে। সিস্টেমের স্ট্যাবিলিটি মোটামুটি সন্তোষজনক না হলে ঢাকায় হেভি লোডে রিস্টোর ঝুঁকিপূর্ণ।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান বলেন, সিদ্ধিরগঞ্জ, কল্যাণপুর, মানিকনগরে বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে। অন্যান্য এলাকায় দ্রুত সময়ের মধ্যে চালু হবে বলে আশা করেন তিনি।
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কম্পানি লিমিটেডের (ডেসকো) ব্যবস্থাপনা পরিচালক কাওসার আমির আলী বলেন, ‘বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর এয়ারপোর্ট ও উত্তরা এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। আশা করছি রাতের মধ্যে আমাদের সম্পূর্ণ বিতরণ এলাকায় বিদ্যুৎ সংযোগ চালু করতে পারব।
Be the first to comment