নিজস্ব প্রতিবেদক:
সন্ধ্যা সাতটার মধ্যে বিদ্যুৎ আসতে শুরু করবে। রাতে সারাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে। এই রিপোর্ট লেখার সময় বিকেল সাড়ে পাঁচটার সব শেষ খবরে পিডিবি বলছে উত্তরবঙ্গর বিদ্যুৎ কেন্দ্রর সঙ্গে টঙ্গি, সিলেটের বিয়ানি বাজার এবং জামালপুরের একটি করে বিদ্যুৎ কেন্দ্র চালু রয়েছে। এছাড়া দেশের সব বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রয়েছে।
পিডিবি বলছে পিজিসিবি এবং দেশের সব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এক সঙ্গে কাজ করছে। ইতোমধ্যে কেন গ্রিডে কারিগরি ত্রুটি দেখা দিলো তা তদন্তের নির্দেশ দিয়েছিল।
পিডিবির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আমাদের বলা হয়েছে সাতটার মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করবে। তবে এক সঙ্গে
দেশের সব বিদ্যুৎ কেন্দ্র চালু হবে না। ক্রমান্বয়ে দেশের সব যায়গাতে সরবরাহ স্বাভাবিক করা হবে। এক্ষেত্রে আজকে রাতের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে জানান তিনি।
এর আগে ২০১৪ সালে বড় রকমের ব্ল্যাক আউটের ঘটনা ঘটে। ওই বছরে ঘটে যাওয়া ব্ল্যাক আউটের পর তদন্ত কমিটি যে সুপারিশ করেছিল তাতে বলা হয়েছিল প্রত্যেকটি বিতরণ জোনকে আলাদা করতে। তাহলে একটি এলাকায় কোন সমস্যা হলে আর প্রভাব অন্য এলাকায় পড়বে না। কিন্তু গুরুত্বপূর্ণ এই সুপারিশ মানা হয়নি।
এর আগে ২০১৪ সালে সারাদেশে ব্ল্যাক আউটের ঘটনা ঘটলে বিদ্যুৎ পরিস্থিতি
স্বাভাবিক করতে ১৪ ঘন্টা সময় লেগে যায়।
আজকের ব্ল্যাক আউটের পর শুরুতে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংস, কুমিল্লা এলাকায় বিদ্যুৎ ছিল না। এখন বরিশাল এবং খুলনাঞ্চলেও বিদ্যুৎ নেই।
Be the first to comment