সোনারগাঁয়ে ৪ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক :
সোনারগাঁয়ে ৪ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুদিনে প্রায় চার হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সোমবার (১৩ মে) ও মঙ্গলবার (১৪ মে) উপজেলার নয়াপুর বাজার ও হাতুড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তিতাস গ্যাসের সোনারগাঁ জোনের ম্যানেজার এরশাদ মাহমুদের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার সুরাইয়া ইয়াসমিন এ অভিযান পরিচালনা করেন।

এরশাদ মাহমুদ বলেন, টানা দুদিন উপজেলার নয়াপুর বাজার ও হাতুড়াপাড়া এলাকায় অভিযানে প্রায় চার হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.