নিজস্ব প্রতিবেদক
এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে চাঁদপুর বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট। গত সোমবার রাতে বিদ্যুৎ কেন্দ্রটির ৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ইউনিট চালু করা হয়েছে। তবে সমস্যা রয়েই গেছে। গ্যাস সংকট নিয়ে চালু করা বিদ্যুৎ কেন্দ্রটির বাকি ১০০ মেগাওয়াট উৎপাদন নিয়ে সংশয় দেখা দিয়েছে। গ্যাস সরবরাহ বাড়লে ১০০ মেগাওয়াট উৎপাদন সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা।
১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটির দুটি ইউনিট রয়েছে। একটি ১০০ মেগাওয়াট ও অন্যটি ৫০ মেগাওয়াট। এর আগে জেনারেটর বেয়ারিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কেন্দ্রটির ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন ইউনিটটি বন্ধ হয়ে যায়। একইভাবে ২০ এপ্রিল দ্বিতীয় দফা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ইউনিটটিও বন্ধ হয়ে যায়।
Be the first to comment