বিইআরসি চেয়ারম্যানের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এর চেয়ারম্যান নুরুল আমিন পদত্যাগ করেছেন। আজ ২০ আগস্ট রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। গত কয়েক দিন ধরেই বিইআরসি কর্মকর্তা-কর্মচারীরা চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছিলেন।
কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের পদত্যাগের দাবিতে গত ১৮ আগস্ট থেকে কর্মবিরতি পালন করে আসছে কর্মকর্তা ও কর্মচারীরা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকেই বিইআরসির মেইন গেট বন্ধ করে অবস্থান ধর্মঘট পালন শুরু করে তারা।
পদত্যাগ পত্রে বলা হয়, ‘ আমি নিম্নস্বাক্ষরকারী জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের ২১ মার্চ ২০২৩ তারিখের বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (বিইআরসি) এর চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে ২২ মার্চ ২০২৩ তারিখে চেয়ারম্যান পদে যোগদান করি। আমি আজ ২০ আগস্ট ২০২৪ তারিখ উক্ত পদ থেকে ব্যাক্তিগত কারণে পদত্যাগ করতে ইচ্ছুক। এমতাবস্থায়, আজ ২০ আগস্ট ২০২৪ তারিখে বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (বিইআরসি) এর চেয়ারম্যান পদ থেকে আমার পদত্যাগ পত্রটি গ্রহণের অনুরোধ করা হলো।’
প্রসঙ্গত, এর আগে কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা ১৪ আগস্ট প্রধান উপদেষ্টার বরাবরে স্বারকলিপি দিয়েছে। এতে কমিশনের নানা রকম অনিয়ম ও অসংগতি তুলে ধরা হয়েছে। ১৩ আগস্ট কর্মকর্তা-কর্মচারীদের যৌথসভা কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের পদত্যাগের আল্টিমেটাম দেওয়া হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.