কর্মসূচি প্রত্যাহার করলো আরইবির আন্দোলনকারীরা

আরইবি

নিজস্ব প্রতিবেদক :
গণছুটিতে যাওয়ার কর্মসূচি প্রত্যাহার করেছে আরইবির কর্মচারীরা। আজ বিকেল চারটার দিকে বিদ্যুৎ বিভাগে অনুষ্ঠিত এক বৈঠকের পর আগামীকাল থেকে গণছুটিতে যাওয়ার কর্মসূচি প্রত্যাহার করে।
সন্ধ্যায় আরইবির সদস্য (বিতরণ এবং পরিচলন) দেবাশীষ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আন্দোলনকারী কর্মচারীদের প্রতিনিধিদের সঙ্গে বিদ্যুৎ বিভাগে বৈঠক হয়েছে। ওই বৈঠকে নেতৃত্ব দেয়া সকলে ছিলেন। তারা কর্মসূচিটি প্রত্যাতার হরেছেন। দেবাশীষ চক্রবর্তী বলেন, আগে থেকেই এ বিষয়ে একটি কমিটি কাজ করছে। কমিটি যে বিষয়গুলোকে যৌক্তিক মনে করবেন সে বিষয়ে সরকারকে সুপারিশ দেবেন।
অন্যদিকে আন্দোলকারীদের পক্ষ থেকে এক খবর বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বর্তমান প্রেক্ষাপটে বন্যাদুর্গত মানুষের কথা বিবেচনায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের বৈষম্যমুক্ত দেশ গড়ার প্রত্যয়, ছাত্র সমন্বয়ক এবং দেশের সুশীল সমাজের আহ্বান এবং সর্বোপরি আপামর জনসাধারণের অনুরোধের প্রেক্ষিতে পূর্বঘোষিত গণপদত্যাগ ও গণছুটি কর্মসূচি প্রত্যাহার করা হলো।
চাকরি স্থায়িকরণ এবং পবিস এবং আরইবির অভিন্ন চাকরিবিধিমালার দাবিতে আন্দোলন করে আসছিলো কর্মকর্তা কর্মচারীদের একটি অংশ।
মন্ত্রণালয় বলছে দুপুরের দিকে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সঙ্গে আরইবির চেয়ারম্যান বিষয়টি নিয়ে বৈঠক করেছেন। ওই বৈঠকে আরইবির কর্মকর্তা কর্মচারী ছাড়াও আন্দোলনকারীরা উপস্থিত ছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.