দায়মুক্তির আইনে করা চুক্তির দুর্নীতির তথ্য চায় রিভিউ কমিটি

নিজস্ব প্রতিবেদক:
দায়মুক্তির আইনে করা চুক্তিতে দুর্নীতির তথ্য জানা থাকলে রিভিউ কমিটির কাছে পাঠোনোর আহ্বান জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আজ এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই অনুরোধ জানানো হয়।
বিদ্যুৎ জ্বালানি দ্রুত সরবরাহ করার জন্য বিগত আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ (সংশোধিত ২০২১) প্রনয়ন করে। মূলত দরপত্র ছাড়া পারস্পরিক দরকষাকষির মাধ্যমে এই আইনের অধীনে কাজ দেয়া হতো।
এই আইনে সম্পাদিত কোন চুক্তির বিষয়ে ভবিষ্যতে কোন প্রশ্ন তোলা যাবে না এমন ছাড় দেয়া হয়েছিল। অন্তবর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বিগত সরকার দরপত্র ছাড়া বিশেষ বিধানে করা চুক্তিগুলো রিভিউ করার উদ্যোগ নেয়। এজন্য একটি জাতীয় রিভিউ কমিটি গঠন করা হয়
মন্ত্রণালয়ের খবরবিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ বিধানের অধীন চুক্তিবদ্ধ দেশের বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদন ও সরবরাহকারী সংস্থা কর্তৃক দুর্নীতি সংক্রান্ত যে কোনো তথ্য-উপাত্ত, প্রমাণাদিসহ যে কোনো ব্যক্তি কমিটির ই-মেইলে আগামীকাল থেকে ৩১ অক্টোবর পর্যন্ত জাতীয় রিভিউ কমিটিতে অভিযোগ দাখিল করতে পারবেন বলে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কমিটি পরবর্তীতে প্রয়োজনবোধে অভিযোগ দাখিলকারী ও অভিযুক্ত ব্যক্তি বা তাঁর প্রতিষ্ঠান বা সংস্থার সাথে যোগাযোগ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে।
উল্লেখ্য, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ (সংশোধিত ২০২১)-এর অধীন সম্পাদিত চুক্তিসমূহের অধীনে নানাবিধ কার্যক্রম পরিচালনাকারী সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংস্থাসমূহের সঙ্গে পৃথকভাবে যোগাযোগপূর্বক জাতীয় কমিটি প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও সহায়তা গ্রহণের উদ্যোগ গ্রহণ করবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদন ও সরবরাহকারী সংস্থা কর্তৃক দুর্নীতি সংক্রান্ত যে কোনো তথ্য-উপাত্ত, প্রমাণাদি (nationalreviewcommittee@gmail.com) এই ই-মেইলে প্রেরণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.