নিজস্ব প্রতিবেদক:
আগামী অর্থ বছরে নয় হাজার কোটি টাকা বরাদ্দ কমলো বিদ্যুৎখাতে। চলতি অর্থ বছরে (২০২৪-২৫) বিদ্যুৎখাতে বরাদ্দ ছিল ২৯ হাজার ১৭৭ কোটি টাকা। আগামী অর্থ বছরে (২০২৫-২৬) সেই বরাদ্দ রাখা হয়েছে ২০ হাজার ৩৪২ কোটি টাকা।
সোমবার (২ জুন) ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এমন প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার উপদেষ্টার এই বাজেট বক্তব্য সম্প্রচার করা হয়। সংসদ না থাকায় এই বিশেষ ব্যবস্থায় বাজেট পেশ করা হয়।
বাজেটে দীর্ঘ সময় ধরে অগ্রাধিকার পাওয়া বিদ্যুৎ খাতে গতবছর বরাদ্দ কমিয়ে আনা হয়। ২০২৪-২৫ অর্থবছরে ২৯ হাজার ২৩০কোটি টাকা বরাদ্দ প্রস্তাব ছিল। যা আগের অর্থবছরের তুলনায় ৪ হাজার ৫৯৫ কোটি টাকা কম। ২০২৩-২৪ অর্থবছরে বিদ্যুতে বরাদ্দ ছিল ৩৩ হাজার ৮২৫ কোটি টাকা। আর সংশোধিত বাজেটে কমিয়ে এনে ২৭ হাজার ১৭৫ কোটি টাকা করা হয়।
বিদ্যুৎ খাতের উন্নয়ন বাজেট ধরা হয়েছে ২০ হাজার ২৮৪ কোটি টাকা। আর পরিচালন ব্যয় বরাদ্দ রাখা হয়েছে ৫৮কোটি টাকা। উন্নয়ন ব্যয় কমলেও পরিচালন ব্যয় আগের বছরের সংশোধিত বাজেটের তুলনায় ১৩কোটি টাকা বেড়েছে।

Be the first to comment