মূল্য স্ফিতি নিয়ন্ত্রণে বাড়বে না বিদ্যুতের দাম

বিদ্যুৎ

নিজস্ব প্রতিবেদক:
মূল্যস্ফিতি নিয়ন্ত্রণে রাখতে বিদ্যুতের দাম না বৃদ্ধি করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তবর্তী সরকার।
অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, বিদ্যমান উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে নীতিগতভাবে আমরা আপাতত বিদ্যুতের মূল্য না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। বিদ্যুৎ খাতে ক্রমান্বয়ে ভর্তুকির পরিমাণ হ্রাস করার লক্ষ্যে বিদ্যুৎ উৎপাদনে সার্বিক ব্যয় কমানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আমরা বিদ্যুৎ ক্রয় চুক্তিগুলো পর্যালোচনা করছি এবং বিদ্যুতের ব্যয় কমাতে এনার্জি অডিট করার সিদ্ধান্ত নিয়েছি।
সোমবার (২ জুন) বাংলাদেশ টেলিভিশনে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, ‘আমদানির তুলনায় রফতানির অধিক প্রবৃদ্ধি থাকায় চলতি হিসাবের ভারসাম্যে ক্রমাগত উন্নতি হচ্ছে। ২০২৫ সালের মার্চ মাসের শেষে চলতি হিসাবের ঘাটতি হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ০ দশমিক ৬৬ বিলিয়ন মার্কিন ডলার। তবে সরকারের কৃচ্ছ্রসাধন নীতি চলমান থাকায় উন্নয়ন প্রকল্পের প্রতি কিছুটা শ্লথ হয়ে পড়েছে। এর ফলে প্রকল্পগুলোর জন্য প্রতিশ্রুত বৈদেশিক ঋণের ধীরগতি দেখা যাচ্ছে। তবে চলতি অর্থবছরের জুন নাগাদ বিভিন্ন উন্নয়ন সহযোগীর কাছ থেকে আরও প্রায় ৩ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা পাবো বলে প্রত্যাশা করছি।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.