নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক বাজারে দাম কমায় এলপি গ্যাসের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকারের পরিকল্পনা আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শুক্রবার সকালে বারিধারার নিজ বাসভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
সাশ্রয়ী মূল্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সরকারের লক্ষ্য উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় সেখানেও আমরা অল্টারনেটিভ কী দেব, সেটা নিয়েও আমাদের পরিকল্পনা চলছে। আমরা সোলার নিয়ে যাচ্ছি, মিনি গ্রিড দিচ্ছি। গত চার-পাঁচ বছর যাবৎ আমাদের প্রস্তুতি হয়েছে। ইনভেস্টমেন্ট আমরা কিছু পেয়েছি। এখন নিরবিচ্ছিন্নভাবে ও সাশ্রয়ী মূল্যে জ্বালানি কত দ্রুত বিদ্যুৎ নিয়ে আসতে পারি সেটাই হবে আগামী কয়েক বছরের চ্যালেঞ্জ।
তিনি বলেন, যতদ্রুত এল এন জি, কয়লা বেজড পাওয়ার দিতে পারবো ততদ্রুত বিদ্যুৎ সাশ্রয়ী হবে। পায়রা ও মাতারবাড়ির বিদ্যুৎ প্রকল্পের কাজ দ্রুত শেষ হবে। এবার গ্যাস উত্তোলন ও নিজস্ব কয়লা উত্তোলন জোর দেয়া হবে বলেও জানান তিনি।
Be the first to comment