নিজস্ব প্রতিবেদক:
আরামবাগ ক্রীড়া সংঘকে কষ্টে হারিয়ে প্রিমিয়ার লিগে শুভসূচনা করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র।
ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে রোববার ১-০ গোলে জেতে শেখ রাসেল।
ম্যাচের তৃতীয় মিনিটে ডি বক্সের জটলার মধ্যে থেকে উজবেকিস্তানের ফরোয়ার্ড আজিজভ আলিশের লক্ষ্যভেদ করলে এগিয়ে যায় শেখ রাসেল।
৩৮তম মিনিটে সমতায় ফেরার ভালো সুযোগ নষ্ট হয় আরামবাগের। ডান দিক থেকে জাহিদ হোসেনের বাড়ানো বল ধরে ক্যামেরুনের ফরোয়ার্ড পল এমিলের নেওয়া শট ঝাঁপিয়ে পড়ে ফেরান গোলরক্ষক।
প্রথমার্ধের শেষ দিকে মিডফিল্ডার রবিউল হাসানের ফ্রি কিক অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে গেলে পিছিয়ে থেকে বিরতিতে যায় আরামবাগ।
দ্বিতীয়ার্ধে বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও আক্রমণে ধার না থাকায় ব্যবধান বাড়িয়ে নিতে পারেনি লিগের ২০১২-১৩ মৌসুমের চ্যাম্পিয়ন শেখ রাসেল।
Be the first to comment