অস্কারে রেকর্ড গড়লো ‘ব্ল্যাক প্যান্থার

নিউজ ডেস্ক:
অস্কারে রেকর্ড গড়লো মার্ভেল এন্টারটেইনমেন্টের ব্লকবাস্টার ‘ব্ল্যাক প্যান্থার’। প্রথম সুপারহিরো ছবি হিসেবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ইতিহাসে সেরা চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পেয়েছে এটি। সব মিলিয়ে সাতটি বিভাগে মনোনীত হয়েছে রায়ান কুগলার পরিচালিত ছবিটি।
সেরা চলচ্চিত্র ছাড়াও মৌলিক গান, মৌলিক সুর, শব্দমিশ্রণ, শব্দ সম্পাদনা, পোশাক পরিকল্পনা ও শিল্প নির্দেশনা বিভাগে মনোনয়ন পেয়েছে ‘ব্ল্যাক প্যান্থার’। সেরা ছবি বিভাগে এর প্রতিদ্বন্দ্বী ‘দ্য ফেভারিট’, ‘ভাইস’, ‘রোমা’, ‘গ্রিন বুক’, ‘অ্যা স্টার ইজ বর্ন’, ‘ব্ল্যাকক্ল্যান্সম্যান’ ও ‘বোহেমিয়ান র‌্যাপসোডি’।
মঙ্গলবার (২২ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের ৯১তম আসরের মনোনয়ন তালিকা ঘোষণা করা হলো। মনোনীতদের ছবি ও কলাকুশলীদের নাম ঘোষণা করেন পাকিস্তানি বংশোদ্ভুত আমেরিকান অভিনেতা কুমাইল নানজিয়ানি ও মার্কিন অভিনেত্রী ট্রেসি এলিস রস।
কাল্পনিক আফ্রিকান দেশ ওয়াকান্ডার প্রেক্ষাপটে নির্মিত ছবিটিতে নাম ভূমিকায় রূপদান করা চ্যাডউইক বোজম্যানসহ প্রায় সব অভিনয়শিল্পী কৃষ্ণাঙ্গ। অন্যদের মধ্যে উল্লেখযোগ্য মাইকেল বি জর্ডান, লুপিটা এন’ইয়োঙ্গো, ফরেস্ট হুইটেকার, অ্যাঞ্জেলা ব্যাসেট, লেটিটিয়া রাইট। বিশ্বব্যাপী ১৩০ কোটি মার্কিন ডলারের ব্যবসা করেছে ‘ব্ল্যাক প্যান্থার’। আফ্রিকান সংস্কৃতিকে নিখুঁতভাবে তুলে ধরতে পারায় দর্শক ও সমালোচক সবার ভূয়সী প্রশংসা কুড়ায় ছবিটি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.