শেষ শ্রদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে

নিজস্ব প্রতিবেদক:
শেষ শ্রদ্ধা জানানোর জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় মুক্তিযোদ্ধা, গীতিকবি, সুরস্রষ্টা ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের মরদেহ। আজ বুধবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে তাঁকে দেওয়া হয় গার্ড অব অনার। পরে তাঁর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিল্পী-বন্ধু-স্বজন, মুক্তিযোদ্ধা ও তাঁর অসংখ্য ভক্ত-অনুরাগী। সে সময় মনভাঙা সুরে সেখানে বাজতে শোনা যাচ্ছিল ‘সব কটা জানালা খুলে দাও না’ গানটি।

সকালে শহীদ মিনারে উপস্থিত হন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান, সহ-উপাচার্য মোহাম্মদ সামাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, গীতিকার হাসান মতিউর রহমান, গাজী মাজহারুল আনোয়ার ও কবির বকুল, সংগীতশিল্পী খুরশিদ আলম, সৈয়দ আব্দুল হাদী, এন্ড্রু কিশোর, মনির খান, সাংবাদিক আবেদ খান প্রমুখ। এ সময় বুলবুলের মরদেহের পাশে ছিলেন তাঁর ছেলে সামির ইমতিয়াজ মুন, আহমেদ ইমতিয়াজ বুলবুলের দুই বোন রোকসানা তানজিম মুকুল ও রোয়েনা হাসান মিতুল।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর আহমেদ ইমতিয়াজ বুলবুলের মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। বাদ জোহর সেখানে প্রথম জানাজার পর শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ নেওয়া হয় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি)। সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.