নিজস্ব প্রতিবেদক:
খাদ্যে ভেজালবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ‘খাদ্যে বিশুদ্ধতা না ফেরা পর্যন্ত’ এই অভিযান চলবে।
তিনি বলেন, “হোটেল, রেস্তোরাঁর মালিক এবং সংশ্লিষ্টদের বলব, খাদ্যে ভেজাল বিষয়ে আপনারা সংশোধন এবং সতর্ক হয়ে যান। অন্যথায় আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
সপ্তাহব্যাপী ভেজালবিরোধী অভিযান শেষ হওয়ার পর বৃহস্পতিবার নতুন করে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বেইলি রোডে সেই অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।
তিনি বলেন, খাদ্যে ভেজালের বিষয়টি জনগণের উৎকণ্ঠার কারণ হয়ে উঠেছে। ভেজাল ছড়িয়ে পড়েছে সর্বত্র, তাতে নাগরিকদের স্বাস্থ্য হুমকির মুখে পড়ছে।
“১৪ জানুয়ারি থেকে আমরা ভেজালবিরোধী অভিযান শুরু করেছি। এই শহরের খাদ্যে বিশুদ্ধতা ফিরে না আসা পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
মেয়র বলেন, আগে ভেজালবিরোধী অভিযানে শুধু আর্থিক জরিমানা করা হত। এখন আরও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
“অনেক জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছি। সেই সঙ্গে আর্থিক জরিমানা, অনেকের ট্রেড লাইসেন্স বাতিল, এবং বিভিন্ন রেস্তোরাঁ সীলগালা করে দেওয়া হয়েছে। নাগরিকরা আমাদের অভিযান নিয়ে সাধুবাদ জানানোর পাশাপাশি এটি অব্যাহত রাখার অনুরোধ করেছেন।
“তাই আবারও ভেজালবিরোধী অভিযান শুরু করছি। খাদ্যে ভেজাল বিষয়টি নিয়ন্ত্রণে না আনা পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানের শুরুতে মেয়র বেইলি রোডের ‘নবাবী ভোজ রেস্তোরাঁ’য় গিয়ে ভেতরের পরিবেশ ঘুরে দেখেন এবং খাদ্যে ভেজাল বা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি না করতে রেস্তরাঁর সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
সাঈদ খোকন বলেন, “আমাদের অভিযান শুধু রেস্তোরাঁগুলোতে সীমাবদ্ধ থাকবে না, পাশাপাশি যারা ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করছেন, তাদের বিরুদ্ধেও আমাদের অভিযান চলবে
Be the first to comment