নিজস্ব প্রতিবেদক:
গ্রুপ পর্বের শেষ ম্যাচে খুলনা টাইটানসকে ৬ উইকেটে হারিয়ে ঢাকা শেষ দল হিসেবে প্লেঅফে নাম লেখালো।
প্লেঅফে এখন রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোয়ালিফায়ার খেলবে ৪ ফেব্রুয়ারি। এই ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে উঠে যাবে। পরাজিত দলের সামনে আরেকটি সুযোগ থাকছে ফাইনাল খেলার। ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংস মুখোমুখি হবে এলিমেনেটারিতে। ৪ ফেব্রুয়ারি দুপুরের এই ম্যাচে পরাজিত দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। জয়ী দল দ্বিতীয় এলিমেনেটারিতে খেলতে কোয়ালিফায়ারে পরাজিত দলের সঙ্গে। এই ম্যাচের জয়ী দলের সঙ্গে কোয়ালিফায়ারের জয়ী দল ফাইনাল খেলবে ৮ ফেব্রুয়ারি।
শনিবার আগে ব্যাটিং বেছে নেয়া খুলনা ১২৩ রানে থেমে যায়।
সংক্ষিপ্ত স্কোর: খুলনা টাইটানস: ১২৩/৯ (২০ ওভারে, টেইলর ১৮, নাজমুল হোসেন শান্ত ২৪, আল আমিন ১২, ডেভিড ভিসা ৩০, তাইজুল ১২, রুবেল ২/২৭, সাকিব ২/৩২, নারিন ১/২০, অনিক ১/২০)। ঢাকা ডায়নামাইটস: ১২৪/৪ (১৪.৫ ওভারে, থারাঙ্গা ৪২, নারিন ৩৫, সোহান ২৭*, মাহমুদউল্লাহ ২/১৪)। ফল: ঢাকা ডায়নামাইটস ৬ উইকেটে জয়ী।
Be the first to comment