বিপিএল এর ফাইনালে কুমিল্লা

নিজস্ব প্রতিবেদক:
রংপুর রাইডার্সকে উড়িয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে উঠলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এভিন লুইসের ফিফটির পর শামসুর রহমানের ব্যাটিং ঝড়ে তারা ৮ উইকেটে প্রথম কোয়ালিফায়ার জিতেছে।

সোমবার টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬৫ রান করে রংপুর। লক্ষ্যে নেমে ১৮.৫ ওভারে ২ উইকেটে ১৬৬ রান করে কুমিল্লা।

একটি করে চার ও ছয়ে বড় ইনিংসের আভাস দিয়েছিলেন তামিম ইকবাল। কিন্তু পঞ্চম ওভারে মাশরাফি মুর্তজার শিকার হন তিনি ১৭ রানে। এরপর আর পেছন ফিরে তাকায়নি কুমিল্লা। এনামুল হক বিজয় ও লুইসের ৯০ রানের জুটি সহজ জয়ের ভিত গড়ে দেয়।

এনামুল ১৬তম ওভারের প্রথম বলে শফিউল ইসলামের কাছে বোল্ড হন। ৩২ বলে দুটি করে চার ও ছয়ে ৩৯ রান করেন তিনি। লুইসকে নিয়ে শামসুরের অপরাজিত ৪১ রানের জুটিতে জয় নিশ্চিত হয় কুমিল্লার।

৫৩ বলে ৫ চার ও ৩ ছয়ে ৭১ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা হয়েছেন লুইস। শামসুর অপরাজিত ছিলেন ১৫ বল খেলে ৩৪ রানে, চারটি চার ও দুটি ছয় মারেন তিনি।

তার আগে বেনি হাওয়েলের অপরাজিত ৫৩ রানের কল্যাণে লড়াই করার মতো স্কোর দাঁড় করায় রংপুর। এছাড়া ক্রিস গেইল ৪৬ ও রাইলি রোসো ৪৪ রান করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.