নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, কোন হয়রানি ছাড়াই সব মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।
আজ সোমবার সকালে রাজধানীর বাউনিয়া বাঁধ এলাকায় বিদুৎ বিতরন প্রতিষ্ঠান ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি ডেসকো আয়োজিত সেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা, বিদুৎ সচিব আহমদ কায়কাউস, ডেসকো বোর্ডের চেয়ারম্যান মো. মাহবুব উল আলম।
অনুষ্ঠানে শুধু জাতীয় পরিচায়পত্রের ফটোকপি ও দুই কপি ছবির বিনিময়ে ১০৭টি পরিবারের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হয়।
এসময় তৌফিক ই এলাহী চৌধুরী বলেন, শেখ হাসিনার উদ্যোগ, সরকারের সেবাগুলো মানুষের দোড়গোড়ায় পৌছে দেওয়ার একটি অংশ এই সেবা ক্যাম্প। এর মাধ্যমে মানুষকে আর সেবার জন্য দৌড়াতে হয় না সেবাই মানুষের কাছে এসেছে। সারা দেশে কোয়ালিটি বিদ্যুৎ সেবা নিশ্চিত করাই এই সরকারের লক্ষ্য।
সহজে বিদ্যুতায়নের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নত করাই এ কার্যক্রমের লক্ষ্য উল্লেখ করে বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগের ফলে চলতি বছরেই শতভাগ মানুষকে বিদ্যুতের আওতায় আনার লক্ষ্য পূরণ সম্ভব হবে।
Be the first to comment