
নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুৎ ও ডিশলাইনের তারসহ ঢাকা শহরের সব ধরণের ঝুলন্ত তার পর্যায়ক্রমে ভূ–গর্ভস্থ বিতরণ লাইন ব্যবস্থার আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
আজ মঙ্গলবার সংসদে সরকারি দলের এ কে এম রহমতুল্লাহর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ঢাকা শহরের রাস্তার পাশে বিভিন্ন প্রতিষ্ঠানের ঝুঁকিপূর্ণ ঝুলন্ত তার অপসারণ করে ভূ–গর্ভে পাঠানোর জন্য বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের সমন্বয়ে একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিও রয়েছে। ইতিমধ্যে এই কমিটির মাধ্যমে ঢাকা শহরের প্রধান প্রধান শহরের ঝুলন্ত তার অপসারণ করা হয়েছে। পর্যায়ক্রমে সব ঝুলন্ত তারকে ভূ–গর্ভে যাবে।
Be the first to comment