নিউজ ডেস্ক:
প্রিমিয়ার লিগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার ২-০ গোলে জিতে শেখ জামাল। পাঁচ ম্যাচে দ্বিতীয় জয় পাওয়া ২০১৫ সালের লিগ চ্যাম্পিয়নদের পয়েন্ট ৭।
শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছে হেরে লিগ শুরু করা আরামবাগ পরের তিন ম্যাচ জিতেছিল। পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট তাদের।
সপ্তদশ মিনিটে বাঁ দিক থেকে আক্রমণে ওঠা শেখ জামালের আর্জেন্টাইন ফরোয়ার্ড লুসিয়ানো এমানুয়েল পেরেসের বাঁ পায়ের ভলি দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।
৪০তম মিনিটে ডি-বক্সে ফাঁকায় বল পেয়েও পোস্টের বাইরে শট নিয়ে সুযোগ নষ্ট করেন আরামবাগের মিডফিল্ডার রবিউল ইসলাম। প্রথমার্ধের যোগ করা সময়ে পল এমিলের শট ফিরিয়ে শেখ জামালের ত্রাতা গোলরক্ষক মোহাম্মদ নাইম।
৬২তম মিনিটে সফল স্পট কিকে শেখ জামালকে এগিয়ে নেন গাম্বিয়ার ফরোয়ার্ড সলোমন কিং। ডি-বক্সের মধ্যে মোহাম্মদ রকির হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।
পাঁচ মিনিট পর শফিকুল ইসলাম বিপুলের লম্বা করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন পেরেস। বাকিটা সময় এ ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে জোসেফ আফুসির দল।
বৃহস্পতিবার অন্য ম্যাচে তপু বর্মনের একমাত্র গোলে টিম বিজেএমসিকে হারিয়ে লিগে টানা তৃতীয় জয় তুলে নেয় আবাহনী লিমিটেড। পাঁচ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট বর্তমান চ্যাম্পিয়নদের।
Be the first to comment