নিউজ ডেস্ক:
দক্ষিণ আফ্রিকার উৎপাদনহীন একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে পাঁচ জন নিহত হয়েছেন।
পূর্বাঞ্চলীয় প্রদেশ এমপুমালাঙ্গার ওই খনির ভূগর্ভে আরও প্রায় ২০ জন আটকা পড়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এসএবিসি বৃহস্পতিবার জানিয়েছে।
প্রকাশিত খবরের বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, অব্যবহৃত ওই খনিটি থেকে কপারের তার চুরির উদ্দেশ্যে রোববার ভূগর্ভে প্রবেশ করেছিল অবৈধ খনি শ্রমিকরা। এরই এক পর্যায়ে সেখানে গ্যাস বিস্ফোরণ ঘটে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় লোকজন বুধবার দুই জনকে উদ্ধার করতে পারলেও তাদের একজন মারা যায় বলে জানা গেছে।
Be the first to comment