নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের মাতারবাড়ি থেকে চট্টগ্রামের মদুনাঘাট পর্যন্ত ৯২ কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ করছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)। মাতারবাড়িতে নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সঞ্চালনের লক্ষ্যে এ লাইন নির্মাণ করা হচ্ছে। ৪০০ কেভির (চার লাখ ভোল্ট) লাইনটি চালু হলে মাতারবাড়ি থেকে মদুনাঘাট হয়ে দেশের অন্যান্য জায়গায় বিদ্যুৎ সঞ্চালন সহজ হবে এবং সিস্টেম লস কমবে। মাতারবাড়ি থেকে মদুনাঘাট পর্যন্ত এই সঞ্চালন লাইন নির্মাণে ব্যয় হবে প্রায় ৭৯৫ কোটি টাকা।
আজ বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে পিজিসিবির প্রধান কার্যালয়ে ভারতীয় প্রতিষ্ঠান কেইসি ইন্টারন্যাশনালের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করে পিজিসিবি। পিজিসিবির পক্ষে কোম্পানি সচিব মো. আশরাফ হোসেন এবং কেইসি’র পক্ষে কান্ট্রি হেড ও মহাব্যবস্থাপক কুলদ্বীপ কুমার সিনহা চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে পিজিসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মাসুম-আলবেরুনী, নির্বাহী পরিচালক মোহাম্মদ সাফায়েত হোসেন, ইয়াকুব ইলাহী চৌধুরী, খোন্দকার মো. আবদুল হাই, প্রকল্প পরিচালক মোরশেদ আলম খান, কেইসির ম্যানেজার আশীষ কেদিয়া এবং দীপক যাদবসহ উভয়পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, উন্নয়ন সহযোগী সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা), বাংলাদেশ সরকার এবং পিজিসিবি সম্মিলিতভাবে এ কাজে অর্থায়ন করছে। উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে সর্বনিম্ন দর জমা দিয়ে কাজটি পেয়েছে কেইসি। চুক্তিতে বলা হয়, আগামী ৩০ মাসের মধ্যে টার্নকী পদ্ধতিতে কাজটি শেষ করে তা পিজিসিবির কাছে হস্তান্তর করবে কেইসি।
Be the first to comment