নিজস্ব প্রতিবেদক:
আত্মঘাতী গোলে সাইফ স্পোর্টিংয়ের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে শেখ রাসেল।
ময়মনসিংহের শহীদ রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে শুক্রবার প্রিমিয়ার লিগে দুই দলের ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়।
প্রথমার্ধে কোনো দল প্রতিপক্ষ গোলরক্ষককে তেমন কোনো পরীক্ষাই নিতে পারেনি। বল পায়ে রাখার দিকেই মনোযোগী ছিল তারা। তবে দ্বিতীয়ার্ধে দুই দল আক্রমণে উঠতে থাকে।
৪৮তম মিনিটে ডি-বক্সে ঢুকে তালগোল পাকিয়ে শট নিতে পারেননি শেখ রাসেলের নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল ওডোইন। দুই মিনিট পর বিপলু আহমেদের শট গোলরক্ষক ফিস্ট করে ফেরালে দলটিকে আবারও হতাশ হতে হয়।
৭৯তম মিনিটে এগিয়ে যায় ২০১২-১৩ মৌসুমের চ্যাম্পিয়ন শেখ রাসেল। আলেক্স রাফায়েল দি সিলভার কর্নারে উজবেকিস্তানের ফরোয়ার্ড আজিজভ আলিশের হেডে বল জাল খুঁজে পায়।
৮৪তম মিনিটে সমতায় ফেরে সাইফ স্পোর্টিং। দেইনের আন্দ্রেস করদোবার পাস নিয়ন্ত্রণে নিয়ে পার্কের বাড়ানো ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন ইয়াসিন খান।
চার ম্যাচে ১০ পয়েন্ট শেখ রাসেলের। সাইফ স্পোর্টিংয়ের পয়েন্টও ১০; তবে তারা এক ম্যাচ বেশি খেলেছে।
Be the first to comment