নিজস্ব প্রতিবেদক :
শুরু হলো ‘একুশে নাট্যোৎসব ২০১৯’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় মাসব্যাপী এই উৎসব আয়োজন করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। গতকাল শনিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে আকাশে বেলুন উড়িয়ে ‘একুশে নাট্যোৎসব ২০১৯’ উদ্বোধন করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী। আরও উপস্থিত ছিলেন নাট্যজন আতাউর রহমান ও নাসির উদ্দীন ইউসুফ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ।
উদ্বোধনী দিনে বিভিন্ন সংগঠনের নাট্যকর্মীদের অংশগ্রহণে কোরিওগ্রাফি প্রদর্শিত হয়। এরপর পরিবেশিত হয় থিয়েটার আরামবাগের নাটক ‘নিখাই’।
Be the first to comment