নিজস্ব প্রতিবেদক:
এলপিজি প্রকল্পে ৩৮০ কোটি টাকা সিন্ডিকেট ঋণ চুক্তি
জেএমআই গ্রুপের এলপিজি প্রকল্পে ৩৮০ কোটি টাকা সিন্ডিকেট ঋণ চুক্তি সই করা হয়েছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সঙ্গে এ সিন্ডিকেট ঋণে যুক্ত হয়েছে অগ্রণী ব্যাংক, এনআরবি ব্যাংক, উত্তরা ফাইন্যান্স ও সৌদি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট কোম্পানি (সাবিনকো)। দেশে এই প্রথমবারের মতো এলপিজি প্রকল্পের জন্য এ ধরনের বড় সিন্ডিকেট ঋণ দেওয়া হচ্ছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে এ প্রকল্পের প্লান্টটি স্থাপন করা হবে।
আজ রবিবার (১০ ফেব্রুয়ারি) রাতে সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এ চুক্তি সই করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, অগ্রণী বাংকের চেয়ারম্যান জায়েদ বখত, এমটিবির চেয়ারম্যান হেদায়েতুল্লাহ, জেএমআই গ্রুপের এমডি আবদুর রাজ্জাক, এমটিবির এমডি ও সিইও আনিস এ খান, অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ শামস-উল ইসলাম, এনআরবি ব্যাংকের এমডি ও সিইও মেহমুদ হোসেন, সাবিনকোর এমডি কাজী শাইরুল হাসান, উত্তরা ফাইন্যান্সের এমডি ও সিইও এসএম শামসুল আরেফিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর থেকেই এলপি গ্যাসের চাহিদা বুঝে বাজার বাড়ানোর পরিকল্পনা করি। আমরা এখন এর দাম নিয়ন্ত্রণের চিন্তা করছি। এজন্য একটি নীতিমালা করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘উৎপাদন বেড়েছে। এখন সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন জ্বালানি কীভাবে দেওয়া যায় সেই চেষ্টা করা হচ্ছে।
Be the first to comment