নিজস্ব প্রতিবেদক:
আমদানিকৃত তরল প্রাকৃতিক গ্যাস এলএনজি জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে।
সোমবার রাতে পেট্রোবাংলার তথ্য অনুযায়ী এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালটি সর্বোচ্চ ৪৫০ মিলিয়ন ঘনফুট এলএনজি রিগ্যাসিফিকেশন করে জাতীয় গ্রিডে সরবরাহ করেছে। টার্মিনালটির ক্ষমতা দৈনিক ৫০০ মিলিয়ন ঘনফুট হলেও দৈনিক ৪৬৫ মিলিয়ন ঘনঘুট করে টার্মিনালটি রিগ্যাসিফিকেশন করতে পারে।
পেট্রোবাংলা বলছে ৩২০-৩৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস চট্টগ্রামের জন্য রেখে বাকি গ্যাস ঢাকায় দেয়া হচ্ছে। গত আগস্ট থেকে দেশে এলএনজি সরবরাহ শুরু হয়। তবে এত দিন এর সুফল এককভাবে চট্টগ্রাম এলাকার মানুষই পাচ্ছিল। এখন ঢাকাসহ দেশের অন্য এলাকার লোকও এলএনজির সুফল পেতে শুরু করবে।
পেট্রোবাংলা সূত্র বলছে, বরিবার পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ শুরু করা হয়। তবে তা ছিল একেবারেই কম মাত্র ৫০ মিলিয়ন ঘনফুটের মতো। কিন্তু সোমবারই পুরোমাত্রায় এলএনজি সরবরাহ শুরু করা হয়েছে।
ঢাকা এবং এর আশপাশের এলাকার গ্যাস ঘাটতি এর ফলে কমতে শুরু করবে বলে ধারণা করা হচ্ছে। পেট্রোবাংলার দৈনিক গ্যাস উৎপাদন প্রতিবেদনে বলা হচ্ছে দেশে সোমবার দেশীয় গ্যাস ক্ষেত্রে থেকে সোমবার ২ হাজার ৬৭৯ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। এর বাইরে আরও ৪৫০ মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ করা হয়। যার ফলে সোমবার দেশে মোট গ্যাস সরবরাহের পরিমাণ ছিল ৩ হাজার ২৬০ মিলিয়ন ঘনফুট।
Be the first to comment