চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে জয়ে ফিরেছে শেখ রাসেল

নিজস্ব প্রতিবেদক:
খালেকুজ্জামান সবুজের গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে শেখ রাসেল ক্রীড়া চক্র।

সিলেট জেলা স্টেডিয়ামে বুধবার ১-০ গোলে জিতে শেখ রাসেল। পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট লিগের ২০১২-১৩ সালের চ্যাম্পিয়নদের।

গোলশূন্য প্রথমার্ধে কেউই প্রতিপক্ষের গোলরক্ষকের তেমন কোনো পরীক্ষা নিতে পারেনি।

৬৬তম মিনিটে জয়সূচক গোলটি পায় শেখ রাসেল। ইয়ামিন মুন্নার লম্বা করে বাড়ানো বল ধরে ডি-বক্সের বাইরে থেকে খালেকুজ্জামান সবুজ ডান পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন।

লিগে দ্বিতীয় হারের স্বাদ পাওয়া চট্টগ্রাম আবাহনী ছয় ম্যাচে দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট পেয়েছে।

বুধবার অন্য ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারায় সাইফ স্পোর্টিং ক্লাব।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.