নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজারে একটি রাস্তায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুন লাগার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে চেষ্টা চালিয়ে এ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
শুক্রবার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫৫ মিনিটে পুরান ঢাকার সিদ্দিকবাজারের মতি সরদার জামে মসজিদের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। গ্যাসলাইন লিকেজ থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিভেঞ্জ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট চেষ্টা চালিয়ে দ্রুততম সময়ে এই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
Be the first to comment