নিউজ ডেস্ক:
জুলদা বিদ্যুৎকেন্দ্রের ত্রুটির কারণে সঞ্চালন লাইন বন্ধ হয়ে চট্টগ্রামের গ্রিড বিপর্য ঘটে। এ সময় ঘণ্টাখানেক অন্ধকারে কাটিয়েছে চট্টগ্রামবাসী। এক ঘন্টা পর বিদ্যুৎ আসতে শুরু করে এলাকাগুলোতে।
আজ রোবাবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর সদস্য (জনসংযোগ) সাইফুল হাসান বলেন, চট্টগ্রামে অবস্থিত জুলদা বিদ্যুৎকেন্দ্র এর ত্রুটির কারনে বন্ধ হিয়ে যায়। এরপর আরো একটি সঞ্চালন লাইন ট্রিপ করে স্থানীয়ভাবে। এতে ঘন্টাখানের জন্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। বিদ্যুৎ লাইন সচল করতে কাজ চলছে। রাত সাড়ে ১১টায় তিনি জানান, কিছু কিছু এলাকায় বিদ্যুৎ এসেছে।
পরে খোজ নিয়ে জানা যায়, রাত পৌনে ১২টার দিকে নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ আসতে শুরু করে।
Be the first to comment