নিউজ ডেস্ক :
প্রিমিয়ার লিগে জয়ের ধারায় আছে বসুন্ধরা কিংস। শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে পাওয়া কষ্টের জয়ে আবাহনী লিমিটেডকে পেছনে ফেলে শীর্ষে ফিরেছে নবাগত দলটি।
নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে মঙ্গলবার ১-০ গোলে জিতেছে বসুন্ধরা। ৫৭তম মিনিটে মোহাম্মদ ইব্রাহিমের তৈরি করে দেওয়া সুযোগ কাজে লাগিয়ে একমাত্র গোল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মার্কোস ডি সিলভা।
নয় ম্যাচে ৮ জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে বসুন্ধরা। এক ম্যাচে বেশি খেলা বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী ২৪ পয়েন্ট নিয়ে নেমে গেছে দ্বিতীয় স্থানে।
মঙ্গলবার অন্য ম্যাচে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে ৩-০ গোলে হারায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। দলের জয়ে জোড়া গোল করেন জাপানি মিডফিল্ডার ইউসুকে কাতো। অপর গোলটি মেহেদী হাসান রয়েলের।
নয় ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট মুক্তিযোদ্ধা সংসদের। তলানিতে থাকা ব্রাদার্সের পয়েন্ট ৩।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘকে ১-১ ড্রয়ে রুখে দিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। চতুর্থ মিনিটে সফল স্পট কিকে আরামবাগকে এগিয়ে নেন জাহিদ হোসেন। ৩৬তম মিনিটে রহমতগঞ্জকে সমতায় ফেরান কঙ্গোর ফরোয়ার্ড সিও জুনাপিও।
১০ ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট আরামবাগের। নয় ম্যাচে রহমতগঞ্জের পয়েন্ট ৮।
Be the first to comment