আল অ্যারাবির সঙ্গে ড্র করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল

নিউজ ডেস্ক:
শুরুতে পিছিয়ে পড়লেও কাতারের শীর্ষ লিগের দল আল অ্যারাবির সঙ্গে ড্র করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে জানায়, গত মঙ্গলবার দোহায় দ্বিতীয় প্রীতি ম্যাচে আল অ্যারাবির সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। ৩৭তম মিনিটে হাসান দাদের পেনাল্টি গোলে পিছিয়ে পড়া দলকে ৬১তম মিনিটে সমতায় ফেরান মোহাম্মদ রকি।

গত শুক্রবার প্রথম প্রীতি ম্যাচে খন্দকার আশরাফুল ইসলামের করা গোলে ১-০ ব্যবধানে কাতার স্টার্স লিগের আরেক দল আল শাহানিয়াকে হারিয়েছিল যুবারা।

এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই সামনে রেখে কাতারে ১০ দিনের ট্রেনিং ক্যাম্প শেষ করল বাংলাদেশ। আগামী ২২ মার্চ বাছাইয়ে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক বাহরাইনের মুখোমুখি হবে জেমি ডের দল। গ্রুপের বাকি দুই দল ফিলিস্তিন ও শ্রীলঙ্কা।

আল অ্যারাবি চলতি লিগে ষষ্ঠ স্থানে আছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.