নিউজ ডেস্ক:
ভেনেজুয়ালার কারাকাস সহ অন্যান্য প্রধান শহরে নতুন করে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া বিদ্যুৎ বিভ্রাটে পড়েছে সেখানকার জনজীবন। যদিও এর আগে ঘটে যাওয়া বিদ্যুৎ সংকট এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি দেশটি। খবর : বিদেশি গণমাধ্যম ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত তথ্য থেকে জানা যায়, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা১০ মিনিটে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস, মারাকাইব, ভ্যালেন্সিয়া, মারাক্যা এবং স্যান ক্রিস্টোবাল শহর অন্ধকারচ্ছন্ন হয়ে পড়ে।
এ মাসের শুরুতে ভেনেজুয়েলায় বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়। পরে আরো কয়েক দফা বিদ্যুৎ বিভ্রাটে অচল হয়ে দেশটির বাণিজ্য কার্যক্রম। এ ছাড়া এ কারণে ভেনেজুয়েলার গুরুত্বপূর্ন শহরগুলোর পানি সরবরাহ বন্ধ রয়েছে। পাশাপাশি হাসপাতাল এবং বিমানবন্দরগুলো অন্ধকারচ্ছন্ন হয়ে পড়েছে।
কয়েক দশকের মধ্যে লাতিনের দেশটিতে দেখা দেওয়া সবচেয়ে দীর্ঘস্থায়ী এ বিদ্যুৎ বিভ্রাটের জন্য প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বিরোধীদের দায় দিয়েছেন। তাদের ‘সৃষ্ট নাশকতাতেই’ গুরি জলবিদ্যুৎ কেন্দ্রটির সরবরাহে বিঘ্ন ঘটেছে বলেও অভিযোগ তার।
নাশকতার পেছনে ‘সাম্রাজ্যবাদের হাত আছে’ বলে মন্তব্য করেছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রডরিগুয়েজ।
এর আগে ২০০৮ ও ২০১৩ সালেও ভেনেজুয়েলার বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়েছিল। দুই বারই ছয় ঘণ্টারও কম সময়ের মধ্যে সরকার বিদ্যুৎ সংযোগ পুনঃপ্রতিষ্ঠায় সক্ষম হয়েছিল।
Be the first to comment