নিজস্ব প্রতিবেদক:
সমাজের আর পাঁচটা শিশুর মতো সুবিধাবঞ্চিত শিশুদেরও আছে নানা ধরনের প্রতিভা। খেলাধুলাতেও রয়েছে অসামান্য নৈপুণ্য। তাদের এই প্রতিভার বিকাশ ঘটাতে শিশুদের সামাজিক সংগঠন ‘সম্ভাবনা’ আয়োজন করেছিল ‘পুষ্পকলির ক্রীড়া উৎসব’। ওয়ালটনের সহযোগিতায় মিরপুর ১২ ঈদগা মাঠে এই উৎসবের আয়োজন করা হয়।
উৎসবে শিশুদের নিয়ে খেলাধুলার পাশাপাশি আয়োজন করা হয় প্রীতি ফুটবল ম্যাচ এবং উন্মুক্ত চিত্রাংকন প্রতিযোগিতা। যেখানে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে অংশগ্রহণ করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ। উৎসবে গান, নাচ, যেমন খুশি তেমন সাজোর পাশাপাশি দৌড় প্রতিযোগিতা, মোরগ লড়াই, মিউজিক্যাল চেয়ারের মতো মজার খেলায় অংশগ্রহণ করে শিশুরা। এছাড়া উৎসবে পুষ্পকলি স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মায়েদের মাঝে ‘পুষ্পকলির সেরা মা-২০১৮’ পুরস্কার প্রদান করা হয়।
উৎসব শেষে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম। এ সময় তিনি বলেন, ‘শিশুদের মাঝে লুকিয়ে আছে আগামী দিনের সম্ভাবনা। তাই আমাদের সবারই শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া উচিৎ।
Be the first to comment