নিউজ ডেস্ক:
পাবনার নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা কোর ক্যাচার স্থাপনের প্রাথমিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। এরই মধ্যে ৫৮ টন ওজনের আরসিসি কাঠামো ও ৭.৫ টন ওজনের ভূগর্ভস্থ অংশটি স্থাপন করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে রুশ ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ত্রয় এক্সপোর্টের (এএসই) ভাইস প্রেসিডেন্ট সের্গেই লাসতসকিন জানান, দ্রুত মূল কোর ক্যাচার স্থাপনের কাজ শুরু হবে। রিয়্যাক্টরের ভিত্তিতে প্রথম কংক্রিট ঢালাইয়ের মাধ্যমে রূপপুর প্রকল্পের দ্বিতীয় ইউনিটের মূল নির্মাণকাজ শুরু হয় ২০১৮ সালের ১৪ জুলাই। এ ইউনিটির জন্য নির্ধারিত কোর ক্যাচারটি এরই মধ্যে রাশিয়া থেকে বাংলাদেশে পৌঁছেছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রকল্প পরিচালক ড. শওকত আকবর জানান, প্রথম ইউনিটের মূল নির্মাণকাজ ২০১৭ সালের ৩০ নভেম্বর ও কোর ক্যাচার স্থাপনের কাজ ২০১৮ সালের ১৮ আগস্ট শুরু হয়। বর্তমানে উভয় ইউনিটের মূল ভবনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাঠামো নির্মাণের কাজ চলছে। এখন পর্যন্ত নির্মাণকাজ শিডিউল অনুযায়ী এগিয়ে যাচ্ছে।
ড. শওকত আরো জানান, প্রকল্পটিতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ভিভিইআর ১২০০ রি-অ্যাক্টর স্থাপন করা হবে। রুশ ডিজাইনের থ্রি প্লাস প্রজন্মের এ রিয়্যাক্টরটি নিরাপত্তাসংক্রান্ত সব আন্তর্জাতিক চাহিদা মেটাতে সক্ষম। আগামী ২০২৩ সালে প্রকল্পের প্রথম ইউনিট থেকে ও ২০২৪ সালে দ্বিতীয় ইউনিট থেকে ১ হাজার ২০০ মেগাওয়াট করে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।
Be the first to comment