হ্যাকড হয়েছে পেট্রোবাংলার ওয়েবসাইট

নিজস্ব প্রতিবেদক:
হ্যাকিংয়ের কবলে পড়েছে দেশের জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) ওয়েবসাইট। রবিবার (৭ এপ্রিল) বিকেল পাঁচটার পর থেকে ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে।
পেট্রোবাংলার জনসংযোগ কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, ‘বিকেল ৫টা পর্যন্ত ওয়েবসাইট স্বাভাবিক ছিল। এরপর কোনও এক সময় হ্যাক করা হয়। আমরা রিকভার করার চেষ্টা করছি। আশা করছি, আগামীকাল (সোমবার) দুপুরের আগেই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।’
পেট্রোবাংলার ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, Hacked by N33LOB33 একটি কোড নম্বর দেওয়া রয়েছে। একেবার নিচে বাংলাদেশ সাইবার আর্মি (Bangladesh Cyber Army) নামে হ্যাকার গ্রুপের নাম উল্লেখ রয়েছে।
ওয়েবসাইটের ওপরে একটি মাছির প্রতিকৃতি রয়েছে। ওয়েবসাইটটি খুললে দেখা যায়, এতে লেখা রয়েছে সকল তথ্য নিরাপদে রয়েছে (Your All Data Are Safe)। তবে কীভাবে তা ফেরত পাওয়া যাবে তা উল্লেখ নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক পেট্রোবাংলার এক কর্মকর্তা জানান, ২০১৭ সালেও একবার এই ওয়েবসাইট হ্যাক করা হয়েছিল। ওই সময় ওয়েবসাইটটি ফেরত পেতে প্রায় দুইদিন সময় লেগেছিল

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.