নিজস্ব প্রতিবেদক:
আগের বছরগুলোর চেয়ে চলতি বছর রমজানে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আশা করছে বিদ্যুৎ বিভাগ। এ বছর রমজানে ১২ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিদ্যুৎ ভবনে এক সভায় একথা জানিয়েছেন বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস।
বিদ্যুৎ ভবনে রমজান উপলক্ষে আয়োজিত এই সভায় রমজান ও ঈদের বাজারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দাবি করেন ব্যবসায়ীরা। বৈঠকে বিদ্যুৎ সচিব বলেন- বিদ্যুৎ উৎপাদনের কোনো ঘাটতি নেই দেশে, তবে বিতরণ লাইনে ত্রুটির কারণে কোথাও বিদ্যুৎ বিভ্রাট হলে তা গ্রাহককে জানানো হবে।
এ ছাড়া রমজানকে কেন্দ্র করে সব বিদ্যুৎ কেন্দ্র চাহিদামত উৎপাদনে থাকবে বলেও জানান ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীসহ উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Be the first to comment