আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যের কমিটি

বিশেষ প্রতিবেদন:
ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ‘ইন্টারবাস ট্রান্সফরমার’ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। তদন্ত কমিটিকে এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয় সূত্র জানায়, গত ১৫ দিন আগে ৩০০ এমবিএ ক্ষমতার ইন্টারবাস ট্রান্সফরমারটি আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে আনা হয়। এটিকে বিদ্যুৎকেন্দ্রের সুইচ ইয়ার্ডে বসানোর কাজ দেওয়া হয় পিজিসিবিকে। পিজিসিবি ১৫দিন ধরে কাজ শেষ করে ইন্টারবাস ট্রান্সফরমারটি গত ৩০ মে ৬টা ২০ মিনিটে চালু করা হয়। ইন্টারবাস ট্রান্সফরমারটি চালু করার কিছুক্ষণ পরই এতে আগুন ধরে যায়। খবর পেয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থল পৌছে আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। ওই সময় বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। দুটি ইউনিট তাৎক্ষনিকভাব চালু করে দেয় কর্তৃপক্ষ। কিন্তু ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পাঁচ নং ইউনিটটি শুক্রবার সকাল ৯টায় চালু করে কর্তৃপক্ষ।
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ.এম.এম.সাজ্জাদুর রহমান বলেন, ‘ইন্টারবাস ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষনিকভাবে তিনটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায় এবং আমরা বন্ধ হয়ে যাওয়া ইউনিট গুলো ইতিমধ্যে চালু করে দিয়েছি। ইন্টারবাস ট্রান্সফরমারে অগ্নিকান্ডের ঘটনায় বিদ্যুৎ সরকরাহে কোন সমস্যা হচ্ছে না। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ইন্টারবাস ট্রান্সফরমারটি মেরামত কাজ শুরু হয়েছে এবং এটি মেরামত শেষ করতে একমাস সময় লাগবে।’
অগ্নিকাণ্ডের ঘটনায় আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো.আনোয়ার হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিট গঠন করেছে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। সাজ্জাদুর রহমান বলেন, ‘তদন্ত কারো দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.