নিজস্ব প্রতিবেদক:
গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ এ রিট দায়ের করেন।
রিট প্রসঙ্গে ড. ইউনুস আলী আকন্দ বলেন, ‘আবেদনটি বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামী রবিবার শুনানি হতে পারে।’
এর আগে, গত ৩০ জুন আয়োজিত এক সংবাদ সম্মেলনে গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ওই ঘোষণা অনুযায়ী আবাসিক খাতে দুই চুলার খরচ ৮০০ টাকা থেকে বাড়িয়ে ৯৭৫ টাকা এবং এক চুলার খরচ ৭৫০ টাকা থেকে ৯২৫ টাকা নির্ধারণ করা হয়।
নতুন এই মূল্য গত ১ জুলাই থেকে কার্যকর করার কথা বলা হয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সংবাদ সম্মেলনে।
Be the first to comment