ঢাকার পশ্চিমাংশে আজ ১২ ঘন্টা গ্যাস থাকবে না

গ্যাস

নিজস্ব প্রতিবেদক:
আজ বৃহস্পতিবার রাত ৮টা থেকে পরদিন শুক্রবার সকাল ৮ টা পযন্ত ফলে ঢাকা শহরের পশ্চিমাংশসহ কামরাংগিরচর, আশেপাশের এলাকা ও হেমায়েতপুর, সাভার এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) আমিনবাজার সিটি গেট স্টেশন (সিজিএস) এ জরুরি মেরামত কাজ করবে। এজন্য আজ অর্থাৎ ১১ জুলাই বৃহস্পতিবার রাত ৮ টা হতে পরদিন শুক্রবার সকাল ৮টা পর্যন্ত তিতাস গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এজন্য ঢাকার পশ্চিমাংশে গ্যাসের সরবরাহ কমে যাবে৷
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ কারনে ঢাকা শহরের পশ্চিমাংশ-শ্যামলি,গাবতলী, ধানমন্ডি, ঝিগাতলা,লালবাগ, মিরপুর, মোহাম্মদপুর, হাজারিবাগ, কামরাংগিরচর এবং আশেপাশের এলাকা ও হেমায়েতপুর, সাভার এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত বা চাপজনিত সমস্যা বিরাজ করবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.