বিপিএল ফাইনালে খুলনা খেলবে রাজশাহী সাথে

ইআর ডেস্ক:

বিপিএলের ফাইনাল নিশ্চিতের কোয়ালিফায়ারে সোমবার মাঠে নামবে পয়েন্ট টেবিলের দুই শীর্ষ দল খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালস। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে অবশ্য অনুশীলন করেনি কোনো দলই। প্রতিপক্ষ শিবিরে আসরের শীর্ষ দুই ব্যাটসম্যান মুশফিক ও রুশো থাকলেও, পরিকল্পনা মাফিক খেললে জয় আসবে। এমন মন্তব্য করেছেন রাজশাহীর অলরাউন্ডার অলক কাপালী। মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায়।

লিগ পর্বের শেষ রাউন্ড। আলাদা ম্যাচে মুখোমুখি রাজশাহী-খুলনা। ফলাফল অভিন্ন। দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনীতে জয় তুলে নিয়েছে দু’দলই। পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে থাকার সুবিধা, প্রথমবার না পারলেও ফাইনালে যাবার সুযোগ থাকবে আরো একটা। তবে সে পথে যেতে চাইবেনা প্রথমবারের মত শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করা খুলনা। টাইগার্সদের চাওয়া সরাসরি ফাইনালে নাম লেখানোর।

যোগ্য অধিনায়কের মতই দলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন মুশফিক। হাসছে তার ব্যাটও। সতীর্থ রুশোর সঙ্গে আসরের সর্বোচ্চ রানের দ্বৈরথটাও বেশ উপভোগ্য করে তুলেছেন মিস্টার ডিপেন্ডেবল। আসরের শুরুর দিকে ওপেনিংটা বেশ ভোগালেও, শেষ কয়েকটি ম্যাচে সে সমস্যার সমাধান করে দিয়েছেন শান্ত-মিরাজ জুটি। আর এটাই এখন প্রতিপক্ষকে ভিন্নভাবে ভাবতে বাধ্য করছে।

অলক কাপালী বলেন, শান্ত পুরো সিরিজে রান করতে পারেনি। গতকাল সে সেঞ্চুরি করেছেন। তাদের নিয়ে আমাদের আলাদ প্লান তৈরি করতে হবে। এই দু’দলের দেশীয় প্লেয়ারদের যে ভালো খেলবে, সে দল ম্যাচ জিতবে।

খুলনার মতই রাজশাহীর ব্যাটন নিয়ে এগিয়ে যাচ্ছেন দুই ওপেনার লিটন ও আফিফ। দলের শক্তি অভিজ্ঞতা আর কার্যকর অলরাউন্ডার। এরই মধ্যে লিটন পার করেছেন আসরে ৪০০ রানের মাইলফলক। তবে এই অর্জনেই তৃপ্ত নয় পদ্মা পাড়ের দল। যে উদ্যম নিয়ে কোয়ালিফায়ারে এসেছে দল, সেটা ধরেই ফাইনালে যেতে চায় রাজশাহী।

লিগ পর্বের দুইবারের দেখায় একটি করে জয় আছেন রাজশাহী ও খুলনার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.